আমাদের বাসা বাড়িতে আমরা কি পরিমান বিদুৎ ব্যবহার করছি আর কি পরিমান বিল দিচ্ছি তা কি কখন ভেবে দেখেছি? তাই আজ আমি এটি সহজে বের করার উপায় বর্ননা করব প্রথমে দেখব বাসা বাড়িতে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো কী পরিমান বিদুৎ খরচ হচ্ছে। সাধারন একটি নমুনা নিচে দেওয়া হল-
বৈদ্যুতিক এনার্জি বের করার সুত্র হল-
W=V*I*T watt-sec.
এখানে, w = বৈদ্যুতিক এনাজি
v = ভেল্টেজ
I= অ্যামপিয়ার
T = সময়
আবার, পাওয়ার P=VI
অথাৎ পাওয়ার ও সময়ের গুনফলই হচ্ছে বৈদ্যুতিক এনাজি।
বৈদ্যুতিক এনাজির একক হচ্ছে কিলোওয়াট-আওয়ার (Kwh) বা ইউনিট।
তাহলে আমাদের প্রধান কাজ হল পাওয়ার বের করা
সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I÷1000 KW
থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I*√3÷1000 KW
তাহলে পাওয়ার বের করার পর সময় গুন করলে আমরা ইউনিট পেয়ে যাব।
উদাহরন : একটি বাসায় ৩০ওয়াটের ৫ টি লাইট দৈনিক ৮ ঘন্টা, ৬৫ওয়াটের ৩ টি পাখা দৈনিক ১২ ঘন্টা ,৫০ওয়াটের ১টি টেলিভিশন দৈনিক ১০ ঘন্টা ,এবং পানির পাম্প ১/৮ ঐচ মোটর দৈনিক ৩ ঘন্টা করে চলে এবং লাইন ভোল্টেজ ২২০, তাহলে ঐ বাসায় ঐ মাসের বিদুৎ বিল কত ইউনিট হবে?
সামাধান:
৩০ ওযাট লাইটের জন্য : W1=30*5*8=1200 wh
৬৫ ওয়াট পাখার জন্য : W2=65*3*12=2340 wh
৫০ ওয়াট টেলিভিশনের জন্য: W3=50*1*10=500 wh
১/৮ HP মোটরের জন্য : W4=(1/8)*746*3=279.75 wh
কারন, ১ ঐচ=৭৪৬ ওযাট
১ দিনে মোট এনার্জি খরচ = W1+ W2+ W3+ W4
=1200 wh+2340 wh+500 wh+279.75 wh
=4319.75 wh
=(4319.75 ÷ 1000)kwh
=4.32 Kwh
৩০ দিনে মোট খরচ হয় =৩০*৪.৩২ Kwh
=১২৯.৬ Kwh (ইউনিট)
- ১.লাইট = ১৫-২০০w
- ২.ফ্যান = ৫০-৮০w
- ৩.টেলিভিশন = ২৫-১৫০w
- ৪.ডেক্সটপ কম্পিউটার = ৮০-২৫০w
- ৫.ল্যাপটপ = ২০-৬০w
- ৭.রেফিজারেটর = ৮০-২০০w
- ৮.এসি =১০০০-৩০০০w
- ৯.আয়রন =৫০০-১০০০w
- ১০.পাম্প মোটর =১/৮-৩ HP
বৈদ্যুতিক এনার্জি বের করার সুত্র হল-
W=V*I*T watt-sec.
এখানে, w = বৈদ্যুতিক এনাজি
v = ভেল্টেজ
I= অ্যামপিয়ার
T = সময়
আবার, পাওয়ার P=VI
অথাৎ পাওয়ার ও সময়ের গুনফলই হচ্ছে বৈদ্যুতিক এনাজি।
বৈদ্যুতিক এনাজির একক হচ্ছে কিলোওয়াট-আওয়ার (Kwh) বা ইউনিট।
তাহলে আমাদের প্রধান কাজ হল পাওয়ার বের করা
সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I÷1000 KW
থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I*√3÷1000 KW
তাহলে পাওয়ার বের করার পর সময় গুন করলে আমরা ইউনিট পেয়ে যাব।
উদাহরন : একটি বাসায় ৩০ওয়াটের ৫ টি লাইট দৈনিক ৮ ঘন্টা, ৬৫ওয়াটের ৩ টি পাখা দৈনিক ১২ ঘন্টা ,৫০ওয়াটের ১টি টেলিভিশন দৈনিক ১০ ঘন্টা ,এবং পানির পাম্প ১/৮ ঐচ মোটর দৈনিক ৩ ঘন্টা করে চলে এবং লাইন ভোল্টেজ ২২০, তাহলে ঐ বাসায় ঐ মাসের বিদুৎ বিল কত ইউনিট হবে?
সামাধান:
৩০ ওযাট লাইটের জন্য : W1=30*5*8=1200 wh
৬৫ ওয়াট পাখার জন্য : W2=65*3*12=2340 wh
৫০ ওয়াট টেলিভিশনের জন্য: W3=50*1*10=500 wh
১/৮ HP মোটরের জন্য : W4=(1/8)*746*3=279.75 wh
কারন, ১ ঐচ=৭৪৬ ওযাট
১ দিনে মোট এনার্জি খরচ = W1+ W2+ W3+ W4
=1200 wh+2340 wh+500 wh+279.75 wh
=4319.75 wh
=(4319.75 ÷ 1000)kwh
=4.32 Kwh
৩০ দিনে মোট খরচ হয় =৩০*৪.৩২ Kwh
=১২৯.৬ Kwh (ইউনিট)
No comments:
Post a Comment