Thursday, January 24, 2013

আপনার মুঠোফোনটি পানিতে পরলে আপনি নিজেই দেখুন আপনার মুঠোফোনটি ঠিক আছে কিনা।

আচ্ছালামুয়ালাইকুম,
    কেমন আছেন বন্ধুগন? আজ আমি আপনাদের সাথে আলোচনা  করবো কিভাবে পানিতে পরা মোবাইল সারিয়ে তোলা যায়   সেই ব্যাপারে। শখের মেলায় এটা আমার প্রথম পোস্ট। তাই ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার  চোখে দেখবেন।

চলুন তাহলে শুরু করা যাক,

  • পানিতে পড়ার পর যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুনমনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির আই.সি নষ্ট হয়ে  যাওয়ার সম্ভাবনা তত বেশি 
  • পানি থেকে তোলার সাথে সাথে মুঠোফোনটির পাওয়ার অফ করুন এবং ব্যাটারি, সিম,মেমোরি খুলে ফেলুন 
  • মুঠোফোনটি কেসিন,চেসিন খুলে ফেলুন
  • মাদারবোট টি বের করে নিন।  
  • মাদারবোট টি হিট দিতে হবে এজন্য একটি ১০০ ওয়াটের বাতি নিতে হবে। বাতির সাহায্য তাপ দিতে হবে।
  • মাদারবোর্ডটি বাতির  5 ইন্চি নিচে  রাখতে হবে।
  • বাতিটি 3 থেকে 4মিনিট জালিয়ে  রাখতে হবে এর বেশি রাখলে মাদারবোর্ড টি পুরে যেতে পারে।
  • এখন মাদারবোট টি ঠান্ডাকরুন কেসিন চেসিন লাগান
  • ব্যাটারি সিম মেমোরি লাগান তারপর ফোনটি অন করুন
  • এখন আপনার  মুঠোফোনটি অন হলে তাহলে ফোনটি ভালো 
  •  আপনার  মুঠোফোনটি যদি  অন না হয়  তাহলে ফোনটি মোবাইল বিষেশাজ্ঞদের কাছে নিয়ে যেতে হবে।
       ** সমস্ত প্রক্রিয়াটি অতি সাবধানতার সাথে অনুসরন করুন**    

No comments:

Post a Comment