Tuesday, January 22, 2013

ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন* এন্ড্রয়েডের জন্য।

আচ্ছালামুয়ালাইকুম,
আশাকরি আল্লাহর ইচ্ছায় সবাই ভালোই আছেন।
শিরনাম দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে পোস্ট দিব। কিছুদিন আগে  Droid VPN নিয়ে যে পোস্ট  দিয়েছিলাম সেটা ছিলো শুধু রুটেড ইউজারদের জন্য। তবে আজকের পোস্ট রুটেড আনরুটেড সকল ডিভাইসের জন্য।
তবে এখানেও একটা সীমাবদ্ধতা রয়েছে। তা হলো এটা শুধু অপেরামিনি দিয়ে ব্যবহার করতে হবে।  ইতমদ্ধেই হয়ত  আপনারা জাভা অথবা সিম্বিয়ান মোবাইলে ব্যবহার করেছেন।  এবার নিয়ে এলাম এন্ড্রয়েডের জন্য।
**চলুন তাহলে শুরু করা যাক**

এজন্য প্রয়োজন হবে একটি  অপেরামিনি এবং একটি  জিপি সিম।
শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে।
এজন্য নিচে  ফলো করুন,
settings>wireless & networks>Mobile networks এ যান।
যদি আপনি আপনি ডুয়েল সিম ইউজ করে থাকেন তাহলে  Mobile networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে।
যদি জিপি সিমটি  SIM1হয় তাহলে subscription 1 সিলেক্ট করুন। আর যদি জিপি সিমটি  SIM2 হয় তাহলে subscription2 সিলেক্ট করুন।
ধরুন আপনার জিপি  সিমটি সিম 1এ আছে।  তাহলে subscription 1 সিলেক্ট করে  এরপর Access Point Names এ প্রবেশ করুন।
মেনু বাটন প্রেস করে new APN এ ক্লিক করুন।
এবার এভাবে কনফিগার করে নিন;
name: opera
APN: gpinternet
Proxy: 80.239.242.253
port: 80
MCC:470
MNC:01
এছারা অন্নান্য সবকিছু আগের মতোই থাকবে। নিচের ছবিটি  দেখুন;

এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন।


** এখন  আপনাকে একটি হান্ডেলার অপেরামিনি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
* এটি ইনস্টল করার পুর্বে আপনার মোবাইলে যদি কোনো অপেরামিনি ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে নিন।
* এবার মোবাইলের ডাটা অন করে অপেরাটি ওপেন করুন। অপেরাটি   ওপেন  করলে একটি হ্যান্ডেলার মেনু দেখতে পাবেন। যেটা অন্নান্য   অপেরায় দেখা যায়না।
নিচের ছবিটি লক্ষ করুন।

এখান থেকে proxy type  এ HTTP সিলেক্ট করুন।
proxy Server বক্সে টাইপ করুন  wap.gpgamestore.com
এবার save প্রেস করুন।
আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে অপেরমিনিটি ইনস্টল হবে।
ইনস্টল হওয়ার পর ঝাপিয়ে পড়ুন আনলিমিটেড  ব্রাউজিং এবং ডাউনলোড করতে।
**অনেক ক্ষেত্রে ইনস্টল হয়না। সে ক্ষেত্রে   settings>wireless & networks>mobile networks এ যান। তারপর সিমের নেটওয়ার্ক মুড 3G/WCDMA থেকে পরিবর্তন করে GSM মুডে আনুন।
** এই অপেরা দিয়ে বাংলা দেখা যায় না। বাংলা দেখতে এড্রেস বারের www, http ইত্যাদি মুছে টাইপ করুন opera:config এবং ওকে প্রেস করুন। এর একটি নিউ পেজ আসবে , পেজের একদম নিচে দেখতে পাবেন use bitmap fonts for  complex scripts লেখা আছে। সেখান থেকে yes সিলেক্ট করুন, এর নিচে সেভ লেখা বাটনে প্রেস করুন। 
**অনেকেই কমেন্ট বলেছেন যে, unable to connect লেখা আসে। এরকম আসলে প্রক্সি টাইপ REAL HOST সিলেক্ট  করে চেস্তা করুন। এভাবে যদি ইনস্টল হয় তবে আবার প্রক্সি টাইপ HTTP সিলেক্ট করে ব্রাউজিং করুন। 
**আরেকটি বিষয় হলো ডুয়েল কার্ডের  সেটের ক্ষেত্রে একবার কনফিগারেশন ডিফল্ট হিসেবে সেট করার পর আবার আগের সেটিং এ ফিরে যায়। সে ক্ষেত্রে আবার কাস্টম  সেটিং কে ডিফল্ট হিসেবে সেট করে নিন। 

** ভালো স্পীড পেতে অবশ্যই যেকোনো একটি প্যাকেজ কিনে নিবেন**
৩ এমবির প্যাকেজ নেয়াটা  সবচেয়ে ভালো।  এতে সাতদিন ভালো স্পীড পাবেন।
৩এমবি কিনতে হলে জিপি সিম হ্যান্ডসেটে লাগিয়ে ম্যাসেজ অপশনে টাইপ করতে হবে “P10 এবং সেন্ড দিতে হবে “5000 তার জন্য সিমে থাকতে হবে নুন্যতম ১০.৫০ টাকা।
এবং এমবি চেক করতে হলে ডায়াল করতে হবে *566*10#
আপনাদেরকে ভালোবাসি বলেই অনেক কস্ট করে লেখা আমার এই পোস্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
কোনো সমস্যা হলেও কমেন্টে জানাবেন।
                                                                              **ধন্যবাদ**
 

16 comments:

  1. আমি symphony w90 ( Android OS 4.0) ব্যাবহার করছি। আপনি যে অপেরা মিনি লিংক দিছেন অইটা instal দিতে গেলে একটা মেসেজ আসে instal blocked. For security, your phone is set to block installation of applications not obtained from Android Market. এখন আমি কি করতে পারি। জানান প্লিজ। আমার মেইল rasel121288@ymail.com

    ReplyDelete
    Replies
    1. settings >applications>unknown sources এclick করুন ।

      Delete
  2. সব করেছি কিন্তু অপেরা instal না হয়ে একটা ম্যাসেজ দিচ্ছে "unable to connect to the internet. please check your setting." এখন কি করতে পারি। আমার মেইল rasel121288@ymail.com

    ReplyDelete
  3. যেকোনো একটি ইন্টারনেট প্যাকেজ চালু করে নিন।

    ReplyDelete
  4. kaj hoi na ... same case as 2nd comment ... dunno wht i did wrong :(

    ReplyDelete
  5. আপনাদের সমস্যা বলার পুর্বে অবশ্যই সেটের নাম এবং মডেল উল্লেখ করবেন।

    ReplyDelete
  6. Maximus max901 , Prob in 2nd comment

    ReplyDelete
  7. ame jotota sunche ICS android e handler kaj kore na..ameo ICS G1 chalae..ake prob dicche.....

    ReplyDelete
  8. Same problem like second coment.in my symphony w25.

    ReplyDelete
  9. Same problem like second coment.in my symphony w25.

    ReplyDelete
  10. Same problem like second coment.in my symphony w25.

    ReplyDelete
  11. WHEN Opera Mini 6 Handler UI APP RUN, SHOW THIS FEW MIN LATER "UNABLE TO CONNECT TO THE INTERNET. PLEASE CHECK INTERNET SETTING"

    ReplyDelete
  12. পোস্ট আপডেট করা করা হয়েছে।

    ReplyDelete