Friday, May 6, 2016

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বাস বার (Bus Bar) কি ?

বাস (Bus)


সাধারণ মানুষের কাছে বাস মানে গাড়ী হলেও ইঞ্জিনিয়ারিং পরিভাষায় বাস মানে “এক-হতে-অধিক”। ল্যাটিন শব্দ “Omni Bus” থেকে এর উৎপত্তি, যার অর্থ “One-to-many”। 

সাধারণতঃ একটি কানেকশান থেকে বা একটির অধিক ক্ষমতার কমন সাপ্লাই থেকে একাধিক জায়গায় সরবরাহ নেয়ার
পদ্ধতির নাম বাস (Bus)। একে তুলনা করা যেতে পারে ফসলের জমিতে সেচের নালার সাথে, যেখানে একটি বড় নালা সমস্ত জমিতে বিস্তৃত থাকে এবং বিভিন্ন অংশ প্রয়োজন মত নাল কেটে জমিতে সেচ দেওয়া হয়।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বাস বলতে বোঝায় যেখান থেকে বিভিন্ন সার্কিটে প্রয়োজনমত কানেকশান দিয়ে সাপ্লাই নেয়া হয়। চিত্র দেখলে বিষয়টা পরিষ্কার হবে। সাধারণতঃ বাসা বাড়ীর মেইন পাওয়ার ডিস্ট্রিবিউশান প্যানেল কিংবা ইন্ডাস্ট্রিতে স্থানে স্থানে বাস থাকে, যা থেকে প্রয়োজনীয় রুম বা স্থানে কানেকেশান নেয়া হয়। একে বাস বার (Bus bar) ও বলা হয়। বাস বার সাধারণত এলুমিনিয়াম বা তামার পাত দিয়ে তৈরী হয় এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা নির্ভর করে। 

সাধারণতঃ ৪০° সেলসিয়াস তাপমাত্রায় ১ মি.মি± প্রস্থচ্ছেদের একটি তামার পাতের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ১.২৫ এম্পিয়ার এবং এলুমিনিয়াম পাতের ক্ষেত্রে তা ০.৬ এম্পিয়ার। তবে তাপমাত্রা, সর্বোচ্চ কারেন্ট, ফল্ট কারেন্ট ইত্যাদির সাথে এই মান পরিবর্তিত হয়। সেজন্য সতর্কভাবে বাস বার ডিজাইন করতে হয়। 

কম্পিউটার, মাইক্রোকন্ট্রোলার ইত্যাদির ক্ষেত্রে ডাটা বাস, মেমোরী বাস, এড্রেস বাস বার ইত্যাদি থাকে যেখানে একটি মেইন ডাটা লাইন থেকে একাধিক ডাটা রিড/রাইট (Read/Write) এর ব্যবস্থা থাকে। 

কম্পিউটারে যে USB পোর্ট থাকে তা কিন্তু এক ধরণের বাস। 

USB= Universal Serial Bus. 



সুবিধাঃ 

  •  বাসের মাধ্যমে একটি কমন লাইন থেকে যেকোন সময় যেকোন স্থানে প্রয়োজনীয় অনুযায়ী সংযোগ টেনে নেয়া যায় বলে Future Expansion-এর জন্য চিন্তা করতে হয় না বা নতুন করে সেট আপ করতে হয় না। 
  •  এর মাধ্যমে স্থান এবং অর্থও সাশ্রয় হয়। 
  • কানেকশানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 
  • পাওয়ার ডিস্ট্রিবিউশানে কানেকশানের জটিলতা হ্রাস পায়।
সংরক্ষিত পোস্টে. 

No comments:

Post a Comment