আমাদের আশেপাশের বেশিরভাগ মোটর ই সিঙ্গেলফেজ ইন্ডাকশন মোটর ।তাই এতে এক বা একাধিকক্যাপাসিটর থাকা টা খুব স্বাভাবিক।অনেক সময়এগুলো খারাপ হয়ে গেলে চেঞ্জ করার দরকার হয়।
সাধারনত মোটরের নেম প্লেটে এই ক্যাপাসিটর এরভ্যালু দেওয়া থাকে ,সাধারন টেকনিশিয়ান রা এইভ্যালুর ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দেন। এখনকোনো কারনে যদি এই ভ্যালু না পাওয়া যায় তা হলেকত ভ্যালুক ক্যাপাসিটর লাগাবেন।ভুল মানেরক্যাপাসিটর ব্যবহার করলে মোটর ওয়াইন্ডিং অথবাক্যাপাসিটর দুটোই নষ্ট হতে পারে। তা হলে কি ভাবেপাবেন ক্যাপাসিটর এর ভ্যালু।
প্রথমেই মেপে নিতে হবে মেইন ওয়াইন্ডিং এবংঅক্সুলিয়ারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টিভরিয়াক্ট্যান্স। প্রথম টা ডিসি এবং পরের টা করতে হবে50hz এসি সাপ্লাই ধরে।
নীচে একটা উদাহরন দিয়ে বোঝানোর চেষ্টা করা হল।সবার কথা ভাবে বাকিটা ইংরেজিতে দেওয়া হল।
Problem- How to calculate the required value of capacitor in single phase induction motor.
A 250watt,230volt,50hz capacitor start motor has the following constants for the main and auxiliary windings: Main winding Zm=(4.5+j3.7)ohm. Auxiliary winding Za=(9.5+j3.5)ohm. Determine the value of the starting capacitor that will place the main and auxiliary winding currents in quadrature at starting.(South Gujrat University question 1985)
Answer is given in the image below
No comments:
Post a Comment