আচ্ছালামুয়ালাইকুম!
শখের মেলা ব্লগের সকল ভিজিটরদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আশা করি মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় আপনারা সকলে ভালোই আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো Droid VPN ব্যবহারের পদ্ধতি নিয়ে। যারা এন্ড্রয়েড ব্যবহার করেন তারা নিশ্চয়ই Droid VPN এর নাম শুনেছেন। আর হয়তো এটাও জানেন যে, জিপি সিম ও Droid VPN এর মাধ্যমে ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যায়। কিন্তু অনেকেই এটার ব্যবহার সম্পর্কে জানেন না (বিশেষ করে নতুন ইউজার) বিধায় সাক্সেসফুল হন না। তাই তাদের জন্য আমার এই টিউন।
রুটেড ইউজারদের জন্য
শুরুতেই এখানে ক্লিক zip ফাইলটি ডাউনলোড করে নিন।
zip আনপ্যাক করুন। এখানে আপনি দুটি জিনিস দেখতে পাবেন। Droid VPN.apk ফাইল এবং আরেকটি tun.ko installer.apk
**এখন শুরুতে tun.ko installer.apk ফাইলটি ইনস্টল করুন। এবং মোবাইলের ডাটা অন করে এটার ভিতরে প্রবেশ করুন। সুপার ইউজার পারমিশন চাইলে গ্রান্ট করুন।
*এখানে চারটি বক্সেই টিক দিন।
* এবার install প্রেস করুন। নেট থেকে খুব ছোট একটি ফাইল ডাউনলোড হবে কিছু সময় অপেক্ষা করুন।
*এবার Droid VPN ইনস্টাল করুন। এবং এটি ওপেন করুন।
* মেনু বাটন প্রেস করে দেখতে পাবেন create account লেখা আছে। এখানে প্রেস করে একটি একাউন্ট খুলে নিন। অথবা এই লিঙ্কে গিয়ে একাউন্ট খুলে নিন, http://droidvpn.com/signup.php
*আপনার ইমেইলে একটি পাসওয়ার্ড দেয়া হবে। সেটা সংরক্ষন করুন।
* এবার Droid VPN ওপেন করে আপনার রেজিস্টার করা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্টার্ট বাটন প্রেস করুন।
একটু সময়ের মদ্ধেই কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হলে upgrade করতে বলবে । আপনি upgrade later প্রেস করুন।
ব্যাস, এবার উপভোগ করুন ফ্রী ইন্টারনেট।
**কিছু লক্ষনীয় বিষয় **
*আপনার এসডি কার্ডের রুটে tun.ko নামের একটি ফাইল দেখবেন। এটা ডিলিট করবেন না।
* ইন্টারনেট ব্যবহারের সময় অবশ্যই ডাটা অন রাখতে হবে।
*সিমে কোন টাকা না রাখাই ভালো। টাকা থাকলে কেটে নিতে পারে।
* ভালো স্পীড পেতে যেকোনো একটি ইন্টারনেট প্যাক কিনে নিন। এ ক্ষেত্রে নয় টাকায় ৩ এমবির মিনিপ্যাক নেয়া ভালো।
এর মেয়াদ সাতদিন। এতে করে সাতদিন ভালো স্পীড পাবেন। কিনতে ডায়াল করুন *১১১*৬*১*৯#
*এভাবে প্রতিদিন আপনি ১০০ এমবি ফ্রী ব্যবহার করতে পারবেন।
অর্থাৎ প্রতি একাউন্টে দিনে ১০০ এমবি পাবেন। যদি ১০ টি একাউন্ট খুলেন তাহলে প্রতিদিন ১জিবি পাবেন।
*একাধিক একাউন্টের মাধ্যমে ১০০ এমবির বেশি ব্যাবহার করতে চাইলে ১০০ এমবি শেষ হওয়ার পুর্বেই আবার অন্য একাউন্ট দিয়ে কানেক্ট করুন। অর্থাৎ ৯০-৯৫ এমবি ইউজ করা হলেই অন্য একাউন্ট ব্যবহার করুন।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানান। সমাধান করার চেস্টা করবো।
** ধন্যবাদ**
eta warid sim diye o hbe???
ReplyDeletemone hoy na. try korte paren.
ReplyDeletevaiya ata ki unroot set deye hobe?
ReplyDeleteনা।
DeleteBanglalink e hobe?
ReplyDeleteজানা নেই, তবে ট্রাই করে দেখতে পারেন।
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআমার ফোনটি galaxy (y )GT-S5360.
ReplyDeleteআমি vpn কানেক্ট করতে পেরেছি, কিন্তু যখনি আমি প্রয়োজনে নেট ইউজ করছি তখনি আমার GP SiM থেকে এমবি থাকলে এমবি, এমবি না থাকলে টাকা কাটা ব্যয় হচ্ছে,এই বিষয় আমার কি করণীয়? প্লিজ বললে উপকৃত হব ।
ভাই আমি symphony w30 ইউজ করছি।আপনার পোষ্ট মোতাবেক সব কিছু করেছি।কিন্তু সমস্যা হলো, tun.ko ইনস্টল দেয়ার পর dorid vpn অন করতে গেলে সেট রিস্টার্ট নিচ্ছে।ভাই দয়া করে রিপ্লাই করবেন।plz.. ..
ReplyDelete